নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরের দিকে আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের মাঝে এ চারাগুলো বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা’ এই স্লোগানকে সামনে রেখে ১ লাখ বৃক্ষরোপণের অংশ হিসেবে এ চারা বিতরণ করা হয়।
এ সময় চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো: সাজ্জাত হোসেন জানান, ‘জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় চলমান বৃক্ষরোপণের অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ও নির্দেশনায় এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার চারাগাছ বিতরণ করা হয়।’