রাজশাহীর দুর্গাপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার ক্ষিদ্রখলসি গ্রামের মো: মাইনুল ইলাম (২৯), ধোপাপাড়া গ্রামের মো: সেলিম মণ্ডল (৪৫) ও নওপাড়া গ্রামের আলেপ (৪০)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুরুল হোদা বলেন, গ্রেফতারি পরোয়ানার তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।