বেলাবোতে বিকাশের ডিএসওর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

পরে তার আত্মচিৎকারে চার পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেলাব (নরসিংদী) সংবাদদাতা

Location :

Belabo

নরসিংদীর বেলাবোতে বিকাশের ডিএসও রিয়াদ হোসেনের (২৭) কাছ থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুষ্কৃতিকারীরা।

রোববার (২৯ জুন) বেলা সোয়া ১১টার দিকে বেলাবো উপজেলার পাটুলি মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিয়াদ হোসেন রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এ ব্যাপারে বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তা (ডিএস) শামীম বেলাবো থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন ৪ লাখ ৯০ হাজার টাকা নিয়ে উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের জন্য বের হন। তিনি পোড়াদিয়া বাজারে যাওয়ার পথে উপজেলার পাটুলি মোড়ে পৌঁছলে পূর্বে ওঁৎ পেতে থাকা সিএনজিতে চারজন ছিনতাইকারী তার মোটরসাইকেলে আঘাত করে ফেলে দেয়। পরে তিনি কিছু বুঝে ওঠার আগেই তার চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে এবং শরীরে রড দিয়ে আঘাত করে টাকাগুলো নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তার আত্মচিৎকারে চার পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ আমরা হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।