পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো: সাইদুল ইসলাম খান।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো: মনজুরুল আলম জানান, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো: সাইদুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদেরকে রোববার পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।



