উজিরপুরে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা খালে ভাসমান অবস্থান তার লাশ পাওয়া যায়।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal
নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে খালে থাকা ভাসমান অবস্থান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা খালে ভাসমান অবস্থান তার লাশ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, লাশের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।