ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
মো: সাইফুল ইসলাম ফিরোজ
মো: সাইফুল ইসলাম ফিরোজ |সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মো: সাইফুল ইসলাম ফিরোজের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে বহিষ্কার হওয়াদের সাথে বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, ‘সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করার বিষয়ে কেন্দ্রের চিঠি হাতে পেয়েছি। ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: রাশেদ খাঁন। তাকে ভোট দেয়ার জন্য কালীগঞ্জ এলাকার বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।’