দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী ওই বিএনপি নেতা ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাইকে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নিহত আব্দুল মামান সাবু
নিহত আব্দুল মামান সাবু |নয়া দিগন্ত

লালমনিরহাটে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো: আব্দুল মামান সাবু (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলার তিস্তা নদীর তীরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মামান সাবু আদিতমারি উপজেলার সাপটিবাড়ি খাতাপাড়া এলাকার মো: আনোয়ার হোসেনের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ কলেজের প্রভাষক।

জানা যায়, সদর উপজেলার মোস্তফীবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী ওই বিএনপি নেতা ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাইকে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুন্নবী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।