নোয়াখালীতে ট্রাকের সাথে বাসের ধাক্কায় বেলায়েত হোসেন (৪৯) নামে এক বাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটায় বাসের আরো ১২ যাত্রী আহত হন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার চৌমুহনী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কের নাওতলা এলাকায় চাকা পাংচার হওয়ায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এ সময় একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারেক হোসেন ভূঁইয়া জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।