নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা এঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চারজন যুবক মমিনকে মৃত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। তখন মমিনের লাশের বিভিন্ন স্থানে মারধরের আঘাত দেখতে পাওয়া যায়। এসময় ওই চারজনকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
নিহত মমিনের পরিবার জানায়, মমিনকে পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। তার লাশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের নীলা ফোলা দাগ রয়েছে। জানতে পেরেছি ইসদাইর এলাকার ইজিবাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যাওয়ার পর এঘটনা ঘটে।’



