ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাদবরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল মাদবর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মরহুম মুন্না মিয়ার ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
আশুলিয়া আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: মাহবুব উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাদবরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



