নলডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

শুক্রবার রাতে উপজেলার হলুদঘর জাঙ্গালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Location :

Natore
ছাত্রদল নেতা মো: রিয়াজুল ইসলাম
ছাত্রদল নেতা মো: রিয়াজুল ইসলাম |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার হলুদঘর জাঙ্গালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়াজুল ওই গ্রামের মো: আক্কাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাকিউল আযম জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।