গত রাতের মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গোগালীছড়া নদীর ওয়াছির মিয়া বাড়ির পাশের বাঁধ হঠাৎ করে ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে দাসেরমহল, হরিপুর, করেরগ্রাম ও মিনারমহল এলাকার ঘরবাড়ি প্লাবিতসহ রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে।
স্থানীয়রা জানান, বাঁধটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল এবং তেমন কোনো সংস্কার হয়নি। বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে নদীর পানি হু হু করে লোকালয়ে ঢুকে পড়ে। কুলাউড়া টু রাংগিছড়া সড়কের উপর দিয়ে কোমর সমান পানি প্রবাহিত হওয়ায় সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন জামান, ‘আমরা খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
তিনি জানান, গোগালীছড়া খনন হলে সমস্যার সমাধান হবে। গোগালীছড়া খননের জন্য একটি প্রকল্প গৃহীত হয়েছে।