সিলেটে অ্যাডুকেশন অ্যাক্সপো রোববার

উচ্চশিক্ষায় ৫ শতাধিক শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চশিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ এবং দেশটির ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ মেলায় দিনব্যাপী উপস্থিত থাকবেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অ্যাডুকেশন অ্যাক্সপো।
অ্যাডুকেশন অ্যাক্সপো। |নয়া দিগন্ত

সিলেটে মেডিক্যাল সায়েন্সেস, অ্যাপ্লোইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলিজ ও সোশ্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষায় পাঁচ শতাধিক বাংলাদেশী শিক্ষার্থীকে ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে পাকিস্তান।

আগামী রোববার (৩০ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশের সবচেয়ে বড় পাকিস্তান অ্যাডুকেশন অ্যাক্সপো ২০২৫ অনুষ্ঠিত হবে।

‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ -এর অংশ হিসেবে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এ স্কলারশিপ দেয়া হবে। এরই অংশ হিসেবে ঢাকা ছাড়াও দেশের তিনটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান অ্যাডুকেশন অ্যাক্সপোর আয়োজন করেছে পাকিস্তান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ও ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ -এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশের সবচেয়ে বড় পাকিস্তান অ্যাডুকেশন অ্যাক্সপো ২০২৫ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ শিক্ষা মেলা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চশিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ এবং দেশটির ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ মেলায় দিনব্যাপী উপস্থিত থাকবেন।

পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর মেলায় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ উপস্থিত সময়ে ফ্রি নিবন্ধন করতে পারবেন। তিন বিশ্ববিদ্যালয়ে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যাচাই বাছাই করে পাঁচ শতাধিক বাংলাদেশী শিক্ষার্থীকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ দেয়া হবে।

সিলেট ছাড়াও আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ২৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান অ্যাডুকেশন অ্যাক্সপো অনুষ্ঠিত হবে।

এদিকে, শাবিপ্রবিতে পাকিস্তান অ্যাডুকেশন অ্যাক্সপোতে ৩০ নভেম্বর সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান ও দফতর প্রধানদের সাথে মতবিনিময় করবে পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চশিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ও ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এছাড়া ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্টল প্রদর্শনীতে সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শাবিপ্রবি ছাড়াও পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী সিলেটের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে গত ২৪ নভেম্বর সকাল ১১টায় রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

এ শিক্ষা মেলার উদ্বোধন করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।