মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও সদ্য বিদায়ী জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর মো: আবু ইউসুফ। সাক্ষাৎকালে তাদের নির্বাচনী পরিস্থিতি, মাঠপর্যায়ের প্রস্তুতি ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। একইসাথে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানান।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। এ সময় জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন, নির্বাচন পরিচালক মো: আরশাদ আলী ঢালী, পৌর আমির মাওলানা এইচ এম বায়েজীদ, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মাওলানা মোখছেদুর রহমান, ডা: ইব্রাহিম দেওয়ান ও সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। একইসাথে প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার আশ্বাস দেন জেলা প্রশাসক।



