নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার (৬ সেপ্টেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্বতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণসমাবেশের প্রাক্কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা তাগিদ দিয়ে আসছি সরকারকে। এ অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের লোকজনদের মাঠে নামাব কি না, সেই পরিস্থিতিও আমরা পর্যবেক্ষণ করছি।’
এরপর বিকেল ৫টায় গণসমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই।
ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা সেক্রেটারি মো: মিজানুর রহমান, মাওলানা রেজাউল করীম, কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মোজাহিদ কমিটির মাওলানা মুহাম্মদ বাছির উদ্দিন হৃদয় প্রমুখ।