নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্টের সম্মেলন : নতুন নেতৃত্বে ইকবাল-সাদ্দাম

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নয়া দিগন্ত

সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল সোবহান এপোলো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: সাদ্দাম হোসেন কাওছার।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-​সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান গেলমান, হাজী মো: নুরুল ইসলাম, মাওলানা মোসলেহ উদ্দিন (রুপগঞ্জ), হাজী মিজানুর রহমান মিজান ও হাবিবুর রহমান হাবিব (ফতুল্লা), সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আব্দুল্লাহ আল মামুন ও মো: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান সানি দেওয়ান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ সরদার, দফতর সম্পাদক মো: মিলন হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মালেক, ছাত্র, যুব ও ক্রীড়া সম্পাদক মো: রুবেল মিয়া ও কার্যকরী সদস্য মো: তরিকুল হাসান লিংকন।

সম্মেলনে শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী ও মাওলানা শহিদুল ইসলাম আবেদী, যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালি ও মো: আমজাদ আলী। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সচিব ঢাকা বিভাগ মো: তরিকুল হাসান লিংকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি এ এম এম একরামুল হক।

২০২৫ থেকে ২০২৭ সালের জন্য এ নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।