খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল বর্ণাঢ্য র্যালি করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি শাখার উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট এলাকায় সমাবেশ করে।
জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মো: এয়াকুব আলী চৌধুরী ও জেলা সেক্রেটারি মো: মিনহাজুর রহমান।
এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘শহীদেরা জীবন দিয়েছিল, বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিল যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় এবং দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি না থাকে। কিন্তু সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতার পর থেকে অনেক দল ক্ষমতায় থাকলেও স্বাধীনতার চেতনা অনুযায়ী বাংলাদেশ গড়ে উঠেনি। এখন সময় এসেছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আট দল বিজয় লাভ করলে দেশে দুর্নীতি, অরাজকতা, অসাম্প্রদায়িকতা থাকবেনা। একমাত্র জামায়াতের কাছেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে, বীর মুক্তিযোদ্ধারা অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে থাকবে।‘
এদিকে, বেলা ১২টায় বর্ণাঢ্য বিজয় র্যালি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খাগড়াছড়ি জেলা শাখা। শহরের মুক্তমঞ্চ থেকে বিজয় র্যালি শুরু করে চেঙ্গী স্কয়ারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলটি। এসময় বিএনপি মনোনীত খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াসহ জেলা ও উপজেলার অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন দলটির খাগড়াছড়ি আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো: কাউছার আজিজিসহ জেলার অন্য নেতৃবৃন্দ।



