ঝালকাঠির নেছারাবাদের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেয়ার সম্মতি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার জন্য সোমবার (১০ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হযরত কায়েদ সাহেব রহ. প্রতিষ্ঠিত নেছারাবাদ দরবারের প্রতিনিধিরা।
দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: ফয়জুল হক ও কায়েদ সাহেবের ছেলে খলিলুর রহমান। আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের সম্মতি প্রকাশ করেন জামায়াত আমির।
দরবার সূত্রে জানা গেছে, মাহফিলের দ্বিতীয় দিনের ওই জাতীয় প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের সমাগমে নেছারাবাদের বৃহৎ ধর্মীয় পরিবেশ আরো বর্ণিল হয়ে উঠবে।



