ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার-পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার দোসর। ভারতের আধিপত্যবাদ ও মোড়লিপনা যতদিন শেষ না হবে, ততদিন হাদিরা রাজপথে থাকবে। এক হাদি শহীদ হলেও লাখো হাদি লড়াই করেই যাবে।
জানাজা শেষে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



