পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও জোট সমর্থিত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন, ‘ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন।’
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলার কাউখালীর সদর ইউনিয়নের দাশেরকাঠি ও আয়রন গ্রামের দু’টি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, ‘বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, চিকিৎসা সেবার উন্নয়ন, অবকাঠামো ও টেকসই উন্নয়ন, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে এই আসনটি উন্নয়নের মডেল রূপে গড়ে তুলতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।’
এ সময় কাউখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, জামায়াত নেতা জামিলুর রহমান, মো: নছির উদ্দীন, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবিরসহ জামায়াতে ইসলামী, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



