ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনে পুড়ল কন্ট্রোল রুমের যন্ত্রপাতি

সিলেটের ফেঞ্চুগঞ্জে ২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনে কন্ট্রোল রুমের যন্ত্রপাতি পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে; এতে চার উপজেলার বিদ্যুৎ সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ ছিল।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Fenchuganj
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনে পুড়ল কন্ট্রোল রুমের যন্ত্রপাতি
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনে পুড়ল কন্ট্রোল রুমের যন্ত্রপাতি |নয়া দিগন্ত

সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত ২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে কন্ট্রোল রুমের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কচুয়াবহর এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের এরিয়া অফিসের এজিএম শামসুল ইসলাম শুক্রবার সকালে নয়া দিগন্তকে জানানন, ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর (পালবাড়ি) নামক স্থানে অবস্থিত ২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সুইচিং কন্ট্রোল রুমে হঠাৎ করে কয়েকটি বিকট শব্দে আগুন লেগে যায়। সাথে সাথে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার ব্রিগেডের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কন্ট্রোল রুমের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে ধারণা করছেন কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়।

এ ঘটনায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরো এলাকা, ওসমানীনগর, গোলাপগঞ্জ, বালাগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার জেলার রাজনগর এলাকায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এ অঞ্চলের ১৫ লাখ মানুষ অন্ধকারে রাত কাটান।

সকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।