সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা বলছি না সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিক। ড. ইউনূস সরকার দেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, আমরা চাই বাংলাদেশে সংসদ নির্বাচন হোক, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার ফিরে আসুক। একটি দল দেশের সম্পদ লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, আমাদের অনৈক্যের কারণে তারা যেন আবার ফিরে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অভিভাবক সদস্য শামসুল আলম মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেওটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: দিদার হোসেন, জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিন, ব্যবসায়ী মো: সেলিম।
এতে বক্তব্য রাখেন নোয়াখালী নারী ও শিশু ট্রাইবুনাল-১ পিপি অ্যাডভোকেট সেলিম শাহি, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, নদনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিন উদ্দিন মোহন, ওয়ার্ড সদস্য মো: হারুন।