নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

‘দগ্ধদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা গ্রিন জোনে আছেন। দগ্ধরা সবাই আশঙ্কা মুক্ত আছে।’

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
গ্যাস বিস্ফোরণ দগ্ধ চার শ্রমিক
গ্যাস বিস্ফোরণ দগ্ধ চার শ্রমিক |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসায় রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিলের পরিচালক হিমেল খান জানান, মিথিলা টেক্রাটাইল মিলের পাশে শ্রমিকরা একটি বাসায় ভাড়া থাকেন। ওখানে রান্না করার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক সামান্য দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আমরা তাদের খোঁজ-খবর রাখছি।

আহত ব্যক্তিরা হলেন কামরুল হাওলাদার (৩০) বার্ন ৩ দশমিক ৫০ শতাংশ, আতিক (২৫) বার্ন ৫ শতাংশ, সোহাগ ( ৩২) বার্ন ১ দশমিক ৫০ শতাংশ মো: আফ্রিদী (২৪) বার্ন আট শতাংশ। আহত ব্যক্তিরা মিথিলা টেক্সটাইল মিলের শ্রমিক।

ফায়ার সার্ভিস আড়াইহাজারের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান বলেন, ‘দগ্ধদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা গ্রিন জোনে আছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে। দগ্ধরা সবাই আশঙ্কা মুক্ত আছে।