গাংনীতে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

তার বিরুদ্ধে গাংনী, মেহেরপুরসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
সুমন আহমেদ ওরফে সৌমিক
সুমন আহমেদ ওরফে সৌমিক |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একাধিক মামলার আসামি সুমন আহমেদ ওরফে সৌমিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ গাংনী ক্যাম্প।

আজ শুক্রবার বেলা ১১টায় র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনীর কাজিরপুর গ্রামের বাদিয়াপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময একটি ওয়ান শুটার গান ও দু’টি শটগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

সৌমিক গাংনীর কাজিরপুর গ্রামের বাদিয়াপাড়া এলাকার তাইজেল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে গাংনী, মেহেরপুরসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

র‌্যাব কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারের পর সৌমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।