জুলাই আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।
রোববার (২৪ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে তার কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে খোঁজখবর নেন তিনি।
এর আগে তিনি উপজেলার কাকুরার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। পরে শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবরও জিয়ারত করেন।
জিয়ারত শেষে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে নাবগত জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেন, ‘জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি। শহীদরা যে চেতনা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেটি সবসময় সমুন্নত রাখতে হবে। সিলেটের জেলা প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।’