চিরিরবন্দরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আবদুল হালিম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ওই এলাকার রুকনদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)

Location :

Dinajpur
বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবদুল হালিম
বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবদুল হালিম |নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা উপজেলার রুকনরা অংশ নেন।

শনিবার (২৬ জুলাই) চিরিরবন্দরের দারুল ফালাহ সি: মাদরাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আবদুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার অন্য আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল হক, আনোয়ার হোসেন, আফজালুল আনামসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন অধ্যপক ড. মোহাম্মদ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ওই এলাকার রুকনদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।