নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মসজিদের পাশের পুকুরে পড়ে ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাই-বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে
নবীনগরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে মো: শরীফ (৭) ও শিফা (৮) নামের আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু দু’টি ওই গ্রামের মো: সাদ্দামের ছেলে-মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ মসজিদের পাশ্ববর্তী পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইমরান জানান, বিষয়টি দুঃখজনক। মসজিদের পাশ্ববর্তী পুকুরে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’