হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংক লরি খাদে : নিহত ২, আহত ১

ট্যাংক লরিটি হিলি-দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে পৌঁছলে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
দুর্ঘটনাকবলিত লরি
দুর্ঘটনাকবলিত লরি |নয়া দিগন্ত

দিনাজপুরের হিলিতে তেলের ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ফিলিং স্টেশনের ম্যানেজার ও লরির হেলপারসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় ট্রাকচালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবং লরির হেলপার রাসেল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার মাতকুড় গ্রামে।

আহত ট্রাকচালক জাহিদুল ইসলামকে উদ্ধার করে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, রোববার বেলা ১টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিংস্টেশন থেকে ম্যানেজার সাব্বির হোসেন ফিলিং স্টেশনের তেল নেয়ার জন্য একটি ট্যাংক লরি নিয়ে পার্বতীর ডিপোতে যাচ্ছিল। ট্যাংক লরিটি হিলি-দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে পৌঁছলে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা ছুটে এসে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলায় হাসপাতালে পাঠায়। এবং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লরিটি উদ্ধারের চেষ্টা করে।

হিলি ফায়ার সার্ভিস স্টেশন সহকারী ইনচার্জ আবুল কাশেম জানান, হাইড্রলিক স্ক্যাবেটর না থাকায় ফুলবাড়ি থেকে তা এনে লরিটি বেলা ৪টার দিকে উদ্ধার করা হয়।

হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।