মাওলানা রফিকুল ইসলাম খান

নতুন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হোক জাতি তা মেনে নেবে না

‘বাংলাদেশে আর আওয়ামী স্টাইল নির্বাচন করতে দেয়া হবে না।’

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান
ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হোক জাতি তা মেনে নেবে না। প্রয়োজন হলে আবার যুদ্ধ হবে রক্তের বিনিময়ে হলেও কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না।

শনিবার (২৩ আগস্ট) পাবনা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জেলা আমির ও জামায়াত মনোনীত পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে জনগণের ভোটাধিকার ফিরে পেয়েছি। যেনতেন নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আর আওয়ামী স্টাইল নির্বাচন করতে দেয়া হবে না।’

জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল গাফফার খানের পরিচালনায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে ষান্মাসিক রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, বগুড়া অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুর রহিম, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমিন, পাবনা-২ আসনের এমপি প্রার্থী কে এম হিসাব উদ্দিন, পাবনা-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আগামী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামীতে কোনো দখলদার, চাঁদাবাজি, টেন্ডারবাজ, জুলুমবাজ নেই। যদি কেউ চিন্তা করে জামায়াতে ইসলামীতে এ সব অপরাধে জড়াবেন তিনি জামায়াতে ইসলামী করতে পারবেন না।’

তিনি বলেন, ‘নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করতে এলে প্রয়োজন হলে জনগণকে সাথে আবারো লড়াই করে প্রতিহত করা হবে। যারা দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছিল তাদের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপিকে বুঝতে হবে যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছিল আজ তারাই বিএনপির ঘাড়ে এসে বসেছে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগেই সরকারের ভেতরে-বাইরে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেল প্রমুখ।