কিশোরগঞ্জ কটিয়াদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাবেক পৌরসভা মোড় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আলোচসভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকার তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। প্রধান মেহমান কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
উলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে ও কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম খালেদ, ফেকামারা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুল হক বিএসসি, পৌর আমির আনিসুর রহমান রুবেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।