বেতাগীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, চিকিৎসার সঙ্কট

‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোনো গাফিলতি আছে কিনা, বিষয়টি জেনে নেই। যদি স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতির প্রমাণের সত্যতা পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Betagi
বেতাগীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, চিকিৎসার চরম সংকট
বেতাগীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, চিকিৎসার চরম সংকট |নয়া দিগন্ত

বরগুনার বেতাগী উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদনিখালী এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক নেসার উদ্দিন(৭০) মারা যান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বেতাগী উপজেলায় একজন, আমতলীতে তিনজন, তালতলীতে তিনজন এবং পাথরঘাটায় পাঁচজন ভর্তি রয়েছেন।

স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, এবং রোগী ভর্তির জন্য স্বাস্থ্য কর্মকর্তার অনুমতির প্রয়োজন হয়। তবে অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়্যদ আমারুলের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা রোগীদের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোনো গাফিলতি আছে কিনা, বিষয়টি জেনে নেই। যদি স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতির প্রমাণের সত্যতা পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’