এনায়েতপুরে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে সবাইকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।

Location :

Chauhali
এনায়েতপুরে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ
এনায়েতপুরে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের সন্ত্রাসী হামলা ও দেশজুড়ে চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এনায়েতপুর হাটখোলা জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এ সময় বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক মানুষ একে অংশ নেয়। পরে এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে পথ সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা। থানা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর, মওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হামজা ও শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশ থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে সবাইকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।