প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদপুর মতলব দক্ষিণ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ডা: দেলোয়ার হোসাইন।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা ক্রেস্ট প্রদান
প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা ক্রেস্ট প্রদান |নয়া দিগন্ত

প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইসলামি শিক্ষা ও সমাজকর্মে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে চাঁদপুর মতলব দক্ষিণ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ডা: দেলোয়ার হোসাইন।

বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শফিকুর রহমান।

প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: আতিকুর রহমানের পরিচালনায় এতে মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহা গিয়াস, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, মতলব ফাউন্ডেশনের সেক্রেটারি মোস্তাফা মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যক্তিদের মাঝে ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।