আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

‘এ ঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ |সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার বিচারের দাবিতে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের বাবা মুন্না আহম্মেদ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে থানায় এ অভিযোগ করেন তিনি। মুন্না নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে।

মুন্না আহম্মেদ জানান, গত ১৩ জুন উপজেলার সদরের সেভেন স্টার হাসপাতালে গর্ভবতী স্ত্রী মুন্নি খাতুনকে নিয়ে যান। সেখানে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। কিছুক্ষণ পরেই বাচ্চা ও বাচ্চার মা অসুস্থ হয়ে পড়লে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে কর্তৃপক্ষ। এ সময় বাচ্চাকে অক্সিজেন দেয়া ও অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালেও হাসপাতাল থেকে অনীহা প্রকাশ করা হয়। পরে নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাওয়ার পথে মারা যায় শিশুটি।

তিনি বলেন, ‘বাচ্চা মারা যাওয়ার ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই খারাপ আচরণ করে। সময়মতো অক্সিজেন ও অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে হয়ত বাচ্চাটা বেঁচে থাকত। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এদিকে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন, ‘হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোনো অবহেলা বা ত্রুটি ছিল না। বাচ্চা ডেলিভারি করার পর অসুস্থ হয়ে পরলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাওয়ার পথে বাচ্চাটি মারা যায়।’

আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’