ওসমানীনগরে নদীর পাড় থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

নিহত শিপনের মুখের বাম পাশে কানের নিচে ও বুকের বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে, কোনো চক্র তাকে মেরে সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে।

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক মো: শিপন আহমদ
নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক মো: শিপন আহমদ

সিলেটের ওসমানীনগর উপজেলার কেশবখালী নদীর পাড় থেকে মো: শিপন আহমদ (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর চাতলপাড় সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে বিষয়টি ওসমানীনগর থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহত শিপন আহমদ উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে।

জানা যায়, শিপন আহমদ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন মনে করেন, তিনি হয়তো বাইরে যাত্রী পরিবহন করছেন। এরপর সকালে তার লাশ পাওয়া যায়।

নিহত শিপনের মুখের বাম পাশে কানের নিচে ও বুকের বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে, কোনো চক্র তাকে মেরে সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে। কারণ ইতোপূর্বে এই সড়কে একটি ব্যাটারিচালিত টমটম ছিনতাই করা হলে স্থানীয়রা ছিনতাইকারীদের ধরে পুলিশে দিয়েছিলেন।

পুলিশের এসআই নাইমুল হাসান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ‘পুলিশ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলমান। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’