সিলেটে পাথর লুট ঠেকাতে এবার সড়কে লোহার বেষ্টনী

টিলা এলাকায় প্রবেশপথে স্থাপন করা হয়েছে লোহার বেষ্টনী, যাতে বড় ধরনের পাথরবাহী যানবাহন আর ভেতরে ঢুকতে না পারে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
পাথর লুট ঠেকাতে এবার সড়কে লোহার বেষ্টনী
পাথর লুট ঠেকাতে এবার সড়কে লোহার বেষ্টনী |নয়া দিগন্ত

প্রশাসনে কঠোর পদক্ষেপেও বন্ধ হচ্ছে না পাথর লুট। সাদাপাথরে লুট বন্ধ হলেও শাহ আরেফিনে বন্ধ করা যাচ্ছে না এ লুটপাট। এখন পাথর লুট বন্ধে অবিনব পন্থা অবলম্বন করেছে প্রশাসন। টিলা এলাকায় প্রবেশপথে স্থাপন করা হয়েছে লোহার বেষ্টনী, যাতে বড় ধরনের পাথরবাহী যানবাহন আর ভেতরে ঢুকতে না পারে।

মঙ্গলবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বেষ্টনীটি বসানো হয়।

এর আগে শাহ আরেফিন টিলা পরিদর্শনে গিয়ে পাথর লুটের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন সিলেটের জেলা প্রশাসক। তিনি টিলার পাথর লুট বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিলে উপজেলা প্রশাসন একাধিক অভিযান চালিয়ে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন।

জানা যায়, সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জমিতে অবস্থিত শাহ আরেফিন টিলা ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ।

স্থানীয়দের মতে, প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল রহ.-এর সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) এখানে বিশ্রাম নিতেন। তার ‘আসন’ থেকে এ টিলার নামকরণ করা হয় শাহ আরেফিন (রহ.) টিলা। লালচে ও আঠালো মাটির নিচে থাকা বিশাল পাথর উত্তোলন করতেই দীর্ঘদিন ধরে চলছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। টিলারের প্রায় ৮৫ শতাংশ পাথর ইতোমধ্যে লুট হয়ে গেছে বলে দাবি তাদের।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, নতুন লোহার বেষ্টনী বসানোর ফলে ট্রাক, পিকআপ, ট্রাক্টরসহ বড় যানবাহন টিলায় প্রবেশ করতে পারবে না। এতে পাথর লুট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে স্থানীয়দের আশঙ্কা, লুটকারীরা বিকল্প পথ খুঁজে নিতে পারে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ জানান, বেষ্টনী স্থাপনের স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। দিন-রাত নিয়োজিত থাকবে আনসার ও নিরাপত্তা প্রহরী। পাশাপাশি অন্য কোনো পথ দিয়ে পাথর বের করে নেয়া না যায় সেজন্য পুলিশের টহল আরো জোরদার করা হবে।

এদিকে সাদাপাথরে মতো শাহ আরেফিন (রহ.) টিলায় পাথর লুট বন্ধে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। প্রতিদিনই সেখানে চলছে টাস্কফোর্সের অভিযান। সর্বশেষ গত সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত শাহ আরেফিন (রহ.) টিলায় অভিযান চালায়। অবৈধভাবে পাথর উত্তোলন ও সংরক্ষণ করার অপরাধে অভিযানে পাঁচ জনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।