চাঁদাবাজি ও হুমকি-ধমকির মামলায় সিলেট মহানগর ছাত্রদলের নেতা ফাহিম আহমদকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ।
ফাহিম শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা এস এম হানিফের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক।
গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, ২০২৩ সালে দায়েরকৃত একটি মামলায় ফাহিমের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। সেই ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়।
ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়াও শামীমাবাদ আবাসিক এলাকায় এক প্রবাসীর বাসা দখলের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।