আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত আয়নাল নিহত

আড়াইহাজারে রাস্তায় ছিনতাই করার সময় গণপিটুনিতে আয়নাল হোসেন নামের এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত আয়নাল নিহত
আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত আয়নাল নিহত |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তায় ছিনতাই করার সময় গণপিটুনিতে আয়নাল হোসেন (৪০) নামের এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়নাল প্রভাকরদী গ্রামের মাহি মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, রাত ৮টার দিকে প্রভাকরদী এলাকায় একটি অটোতে ছিনতাইয়ের চেষ্টা করে ৫/৬ জনের একদল ডাকাত। ঘটনার সময় অটোতে থাকা যাত্রীদের আর্তচিৎকারে আশে-পাশের মানুষ ছুটে এসে। এই সময় সকল ডাকাতরা পালিয়ে গেলেও আয়নাল জনতার হাতে আটক হয়। এতে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আয়নাল ডাকাত নিহত হয়। জনতা ইট দিয়ে আওয়নালের মাথা থেতলিয়ে দিয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আমরা খবর পাই। জনতা একজন ডাকাত আটক করেছে। আমরা ঘটনাস্থলে আসার আগেই সাধারণ জনতা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। তবে আয়নালের নামে ৬/৭টি ডাকাতির মামলা রয়েছে। ঘটনাটি ডাকাত আয়নালের বাড়ীর একটু দরে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।