সড়ক দুর্ঘটনায় মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন আহত

পারিবারিকভাবে তাদের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মাসুদ করিম, ভেড়ামারা (কুষ্টিয়া)

Location :

Kushtia
মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন
মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন |সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

বুধবার সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঘটনাস্থলে ফরিদা ইয়াসমিনের প্রাইভেটকারের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

একইসাথে এ সময় সাথে থাকা তার ভাই নজরুল ইসলাম নজু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিকভাবে তাদের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।