শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শরীয়তপুর জেলা বিএনপি।
সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, বি এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জেলার ছয়টি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
সরদার নাসির উদ্দীন কালু বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। তার আদর্শকে ধারণ করে বিএনপি আজ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ১৭ সতেরো বছর চেষ্টা করেছে বিএনপিকে ছিন্নভিন্ন করতে। আজ ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমরা এখন জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি।
ইনশাআল্লাহ, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করবে। মনে রাখতে হবে, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু হাত-পা গুটিয়ে বসে নেই। তারা নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই আমাদেরকে গ্রাম থেকে শহর পর্যন্ত সকল জায়গায় সজাগ দৃষ্টি রেখে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। তবেই আমরা শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব।