রায়পুরায় ২ ভাই হত্যা মামলায় চাচাসহ গ্রেফতার আরো ৩

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এস এম শরীফ মিয়া, রায়পুরা (নরসিংদী)
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচা আব্দুল আওয়ালসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মামলার অন্যতম আসামি চরসুবুদ্দি গ্রামের মৃত কালা গাজীর ছেলে আব্দুল আউয়াল মিয়া (৭০), আব্দুল আউয়ালের মেয়ে শাহানাজ বেগম (৩২) ও বাকেরগঞ্জ থানার অহেদ শিকদারের ছেলে শিপন শিকদার।

জানা যায়, ঘটনার দিন তিনজনকে গ্রেফতার করা হয় এবং পাঁচটি বড় দা ও চারটি ছুরি উদ্ধার করা হয়।

পরে চারজনসহ এখন পর্যন্ত এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, শনিবার (১ নভেম্বর) রায়পুরা থানার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির বেড়া ভেঙে ফেলাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার পক্ষের লোকজনের অতর্কিত হামলায় আপন দুই ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬) গুরুতর আহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।