শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নিলয় পারভেজ লিটন মোল্লা ওরফে লিটন মাস্টারকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর এবং জাজিরার মাঝামাঝি নাওডোবা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিটন মোল্লা নাওডোবা ইউনিয়নের আহম্মদ চোকদার কান্দি এলাকার গেদু মোল্লার ছেলে। তিনি নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং জাজিরা উপজেলা ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক।
পুলিশ জানায়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ছাত্রজনতার উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।