রাজশাহীতে মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালন করেছে ‘জুলাই ৩৬ মঞ্চ’।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ভদ্রা মোড় থেকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় পর্যন্ত মার্চ কর্মসূচি শুরু হলে মাঝপথে বাধা দেয় পুলিশ।
কর্মসূচি ঘিরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিল শুরুর পর আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’সহ ভারতবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে।
আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় তারা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান।
প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে তাদের গায়ে হাত তোলার অভিযোগ করেন।
মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ এখানে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে গেছে।’



