কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৫ জন অসচ্ছল ও হতদরিদ্র ব্যাক্তির মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক মাওলানা মো: শফিকুল ইসলাম রুহানী।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নান, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলার সমন্নয়ক হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।