নেত্রকোনায় গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল

এ গণঅভ্যুত্থানের সফলতা ধরে রাখতে হবে। পরাজিত শক্তি তা ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে জুলাই চেতনার মতো ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
গণমিছিলে অংশ নেয় নেতাকর্মীরা
গণমিছিলে অংশ নেয় নেতাকর্মীরা |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে পুরনো ক্যালেক্টরেট মাঠ থেকে গণমিছিলটি বের করা হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ছাদেক আহমাদ হারিছের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে সমবেত হয়।

এ সময় ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের আমির মো: রফিকুর ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এ গণঅভ্যুত্থানের সফলতা ধরে রাখতে হবে। পরাজিত শক্তি তা ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে জুলাই চেতনার মতো ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে।