এ কে এম ফজলুল হক মিলন

তারেক রহমানের ৩১ দফার মধ্যে দেশ সবুজায়নে গাছ লাগানোর তাগিদ রয়েছে

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মজনু মিয়ার সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফললুল হক বাগমার নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliganj
তারেক রহমানের ৩১ দফার মধ্যে দেশ সবুজায়নে গাছ লাগানোর তাগিদ রয়েছে
তারেক রহমানের ৩১ দফার মধ্যে দেশ সবুজায়নে গাছ লাগানোর তাগিদ রয়েছে |নয়া দিগন্ত

গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফার মধ্যে দেশকে সবুজায়ন করে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অংশ হিসেবে বর্ষা মৌসুমে গাছ লাগানোর তাগিদ রয়েছে। আগামীর দেশনায়কের নির্দেশেই এসব চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।’

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঘুন হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শ’র বেশি বিভিন্ন বনজ ও ফলদ চারা গাছ বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মজনু মিয়ার সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফললুল হক বাগমার নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহ্বায়ক সদস্য আশরাফি হাবিবুল্লাহ ও ফরিদ আহমেদ মৃধা এবং কালীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা জাসাসের সাবেক সভাপতি আরিফ আমান ভূইয়াসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতারা।