‘সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা বৃদ্ধি’

সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও সামাজিক উদ্যোগ।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
সেনাবাহিনীর সচেতনতামূলক কর্মশালা
সেনাবাহিনীর সচেতনতামূলক কর্মশালা |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে লংগদু জোন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের পরিচালনায় এ কর্মশালা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।

এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, নবকুমার বিশ্বাস, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদসহ ওই জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন।

জোন অধিনায়ক মীর মোর্শেদ বলেন, সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও সামাজিক উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

এই আয়োজনের মাধ্যমে লংগদু এলাকায় সামাজিক বন্ধন আরো মজবুত করতে ও শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।