কলারোয়ায় জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১, আটক ২

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
সাতক্ষীরা ম্যাপ
সাতক্ষীরা ম্যাপ |নয়া দিগন্ত

সাতক্ষীরার কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর উকিল কমিশনের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমিটি বাদী হাফিজুলের দখলে হস্তান্তর করা হয়। জমি বুঝে নেয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে পুনরায় সংঘর্ষ বাঁধে। এ সময় বাদী হাফিজুলের আঘাতে প্রতিপক্ষ আব্দুল মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হাফিজুল ও তার স্ত্রী মানসুরাকে আটক করেছে।

কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নাসির উদ্দিন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী জমি বুঝিয়ে দেয়া হয়েছিল। পরে জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।