পৌষ সংক্রান্তি ঘিরে হাকালুকি হাওরে উৎসবমুখর মাছের হাট

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা ক্রেতারা এখানে ভিড় করছেন। হাটে ডাকের মাধ্যমে নিলামে মাছ বিক্রি করা হচ্ছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
উৎসবমুখর মাছের হাট
উৎসবমুখর মাছের হাট |নয়া দিগন্ত

পৌষ সংক্রান্তিকে সামনে রেখে দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের হাট। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাশাপাশি জুড়ী ও বড়লেখা উপজেলার অন্তর্ভুক্ত হাকালুকি হাওরের ফিংলার বিলে উৎসবমুখর পরিবেশে চলছে এই মাছের হাট, যা ঘিরে তৈরি হয়েছে আনন্দ ও কর্মচাঞ্চল্য।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা হাওরের অপরূপ সৌন্দর্য। ভোরের নীরবতা ভেঙে পাখির কলতান, নৌকার ছলাৎছলাৎ শব্দ আর জালে মাছ তোলার দৃশ্য যেন গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যের প্রতিচ্ছবি। চারদিকে বিস্তীর্ণ সবুজ মাঠ, বিল আর পানির অপূর্ব সমন্বয়ে হাওর পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে।

ফিংলার বিলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সীমানা নির্ধারণ করে উৎসবের আমেজে চলছে মাছের হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা ক্রেতারা এখানে ভিড় করছেন। হাটে ডাকের মাধ্যমে নিলামে মাছ বিক্রি করা হচ্ছে। সকাল থেকে জেলেরা নৌকায় জাল ফেলে আহরণ করছেন বোয়াল, চিতল, রুই, কাতলা, ঘাঘট, টেংরাসহ নানা প্রজাতির বড় আকারের দেশী মাছ।

একটি বড় আকারের বোয়াল মাছের দাম প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত হাঁকানো হয়েছে বলে জানান বিক্রেতারা। ছোট-বড় সব ধরনের মাছের সমাহার থাকায় ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো।

মাছ বিক্রেতারা জানান, প্রতি তিন বছর পর পর ফিংলার বিলে এই মাছের হাট বসানো হয়। দীর্ঘদিন ধরে পোনা অবমুক্তকরণ, নিয়মিত খাবার সরবরাহ ও রাতদিন পাহারার মাধ্যমে মাছ লালন-পালন করা হয়। তাদের দাবি, প্রতিদিন নিলামের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকার বেশি মাছ বিক্রি হচ্ছে এবং এ বছর ভালো লাভের আশাবাদ ব্যক্ত করেন তারা।

মাছ ক্রেতারা আরো জানান, হাকালুকি হাওরের মিঠাপানির মাছের চাহিদা সারা দেশে বেশি। এখান থেকে পাঁচ থেকে ১০ লাখ টাকার মাছ কিনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে তারা লাভবান হচ্ছেন।

হাওরপাড়ের স্থানীয় কৃষকরা বলেন, মাছ ধরা ও কৃষিকাজ—এই দুইয়ের ওপরই তাদের জীবন-জীবিকা নির্ভরশীল। মাছের হাট বসায় তারা অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করছে।

পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে হাকালুকি হাওরের এই মাছের হাট শুধু বাণিজ্য নয়, বরং গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবিকাভিত্তিক অর্থনীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।