ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে ভারতের ১১৯-বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চামুচা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
পরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। ৫৯-বিজিবিরর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন যশোর মনিরামপুর থানার হুগলাডাংগা গ্রামের আরশাদ আলী সরদারে ছেলে মো: বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইলের ঘাটাইল থানার ডাকাতিয়া গ্রামের পরলোকগত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা লাকসাম থানার এলাইচ গ্রামের হায়াতউ নবীর ছেলে মো: রবিউল ইসলাম (৩০), খুলনা সোনাডাংগা থানার গোবরচাকা মোল্লাবাড়ি গ্রামের মো: ইদ্রিস শেখের ছেলে পন্টু শেখ (৩০), রংপুর কাউনিয়া থানার চন্ডিপুর মহেসা গ্রামের মরহুম নুরুজ্জামানের ছেলে মো: আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট আদিতমারী থানার দূর্গাপুর গ্রামের ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেড়ামারা গ্রামের মো: মোয়াজ্জেম হোসেনের ছেলে মো: মেহেদী হাসান মুন্না (২৯), জগশর গ্রামের মো: কামাল হোসেনের ছেলে মো: সেলিম (২৯), দৌলতপুর থানার ছাতারপাড়া গ্রামের মরহুম সারোয়ার হোসেনের ছেলে মো: রুলাস (৩২), রাজশাহী বাঘা থানার আতারপাড়া গ্রামের মো: জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় তেতুলিয়া থানার ময়নাগুড়ি গ্রামের মরহুম খলিলের ছেলে মো: রহমত (৪০), ময়মনসিংহ গৌরীপুর থানার তেরশিরা গ্রামের মরহুম ইশালি শিকদারের ছেলে মো: তহিল উদ্দিন সিকদার (৪০), ঠাকুরগাঁও হরিপুর থানার মারাধা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো: মোশারফ আলী (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।